Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাদিয়ানী ফেকরাকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে : আল্লামা জুনায়েদ বাবুনগরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, কাদিয়ানী ফেকরাকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা নবী মোহাম্মদ (সা.)কে শেষ নবী মানে না। নবী (সা.) এর ইজ্জত সম্মান রক্ষায় প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেবো। তারা কাফের। কাদিয়ানীরা ইসলামের নামে মুসলমানদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা বি বাড়িয়ায় মাদরাসার ছাত্রদের ওপর হামলা করে মাদরাসা দখলের অপচেষ্টা চালিয়েছে। অবিলম্বে এসব হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে।
গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ব্রাহ্মণবাড়িয়া মাদরাসার ছাত্রদের ওপর হামলাকারী সন্ত্রাসী কাদিয়ানীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা জুনায়েত বাবুনগরী এসব কথা বলেন।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা ফজলুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, সেগুনবাগিচা জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ঢাকা মহানগরী আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতী মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা আজিজুর রহমান হেলাল, খেলাফত মজলিসের নেতা মাওলানা আহমদ আলী কাশেমী, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা মুফতী আব্দুর রহিম সাহী, ইসলামী ঐক্যজোট (রকিব) মহাসচিব অধ্যাপক আব্দুল করিম, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা রকিবুল ইসলাম, মাওলানা নূরুল আমিন, মাওলানা ক্বারী শহিদুল হক, মাওলানা ইলিয়াছ আতহারী, মাওলানা আশিক উল্লাহ ও মাওলানা আজিজুর হক।
সভাপতির বক্তব্যে মাওলানা মো. নূরুল ইসলাম বলেন, কাদিয়ানী সন্ত্রাসীরা বি-বাড়িয়ায় ৮ জন মাদরাসার ছাত্রের ওপর হামলা করে তাদের আহত করেছে। এসব সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আগামী শুক্রবার মসজিদে মসজিদে কাদিয়ানী ফেৎনা বিরোধী বক্তব্য দেয়ার জন্য ইমামদের প্রতি অনুরোধ জানান।



 

Show all comments
  • নাবিল ১৮ জানুয়ারি, ২০২০, ১২:২৮ পিএম says : 0
    একদম ঠিক কথা বলেছেন
    Total Reply(0) Reply
  • সফিক আহমেদ ১৮ জানুয়ারি, ২০২০, ১২:৫২ পিএম says : 0
    কাদিয়ানী ফেকরাকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
    Total Reply(0) Reply
  • Shamsul Huda ১৮ জানুয়ারি, ২০২০, ১২:৫৭ পিএম says : 0
    এই দাবি মুসলিমদের প্রানে দাবি
    Total Reply(0) Reply
  • Md Omar Faruk ১৮ জানুয়ারি, ২০২০, ১২:৫৭ পিএম says : 0
    অবশ্যই করতে হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লামা জুনায়েদ বাবুনগরী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ