Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ড. মোহাম্মদ ইমাম হোসাইন
আল্লাহতায়ালার সকল বিধান ব্যক্তি ও সমাজের এবং পরিবেশ ও প্রকৃতির জন্য কল্যাণকর। মানুষ কিছু বিষয়ে নিজ পছন্দ বা ইচ্ছা শক্তি কাজে লাগাতে পারে। এই ইচ্ছাশক্তি ব্যবহারেও মান ুষকে আল্লাহর বিধানের অনুগত হতে হবে। শরীয়ার উদ্দেশ্য হলো কল্যাণ বাড়ানো আর অকল্যাণ দূর করা।
রোজার পরিচয়
রামাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হলো রোজা বা সিয়াম। আর সিয়াম হলো ফজরের উদয়লগ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়্যতসহ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকা। সিয়াম পালন তথা রোজা ফরজ এবং এটি ইসলামের অন্যতম একটি রুকন। আল্লাহতায়ালা বলেন : “হে ইমানদারগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করে দেয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। নির্দিষ্ট কয়েকদিন মাত্র (আল-বাকারাহ : ১৮৩-১৮৪)
তাকওয়ার পরিচয়
তাকওয়া অর্থ আল্লাহর ভয়, পরহেজগারি, বিরত থাকা, আত্মশুদ্ধি প্রভৃতি। আল্লাহর ভয়ে সকল অবৈধ কাজ থেকে বিরত হয়ে বৈধ জীবন পরিচালনার নাম তাকওয়া। একবার উমর (রা.) উবাই ইবনে কাব (রা.)-কে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করেন। উত্তরে তিনি বললেন, উমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেননি। উমর (রা.) বললেন, হ্যাঁ, করেছি। উবাই (রা.) বললেন, আপনি তখন কি করেছেন? উমর (রা.) বললেন, আমি সতর্ক হয়ে পথ অতিক্রম করার চেষ্টা করেছি। উবাই (রা.) বললেন, এটাই তাকওয়া।
মানবিক ব্যাংকিং কি?
ব্যাংকিং নীতি ও পদ্ধতি যদি মানবতার কল্যাণের জন্য এবং অকল্যাণ দূর করার উদ্দেশ্যে হয়, তাকে মানবিক ব্যাংকিং বলা হয়। মুমিনের প্রতিটি আর্থিক কারবারের পরিকল্পনা ও সিদ্ধান্তে থাকবে মানবতার কল্যাণ। রাসূল (সা.) বলেন : “দ্বীন হচ্ছে কল্যাণ কামনা। আমরা বললাম, কার জন্য? তিনি বলেন : আল্লাহর জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রাসূলের জন্য, মুসলিম নেতাদের জন্য এবং তাদের সাধারণ জনগণের জন্য।” (সহিহ মুসলিম) এ হাদিস থেকে জানা যায়, মানবতার কল্যাণ কামনা দ্বীনের অন্তর্ভুক্ত। এ কল্যাণ কামনা ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে প্রযোজ্য। অর্থনৈতিক ক্ষেত্রে মানবতার কল্যাণই হচ্ছে মানবিক ব্যাংকিং।
রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং
রোজা ও তাকওয়া আমাদেরকে মানবিক ব্যাংকিংয়ের প্রশিক্ষণ দেয়। মানবিক ব্যাংকিংয়ের সাথে রোজা ও তাকওয়ার গভীর সম্পর্ক রয়েছে।
 সমাজের সব শ্রেণীর মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা। বিশেষ করে ক্ষুদ্র সঞ্চয়কারীদের সম্পদকে জাতীয় আর্থিক প্রবাহে আনা। আল-কুরআনের সূরা আল-হুজুরাতের ১৩নং আয়াতে এ ব্যাপারে নির্দেশনা রয়েছে।
সঞ্চয়কারীর সম্পদকে মানবতার কল্যাণকর খাতে বৈধ পদ্ধতিতে বিনিয়োগ করা।
বিনিয়োগের খাত ও পদ্ধতি নির্বাচনে মানুষের জরুরিয়াত বা জরুরি প্রয়োজনকে অগ্রাধিকার দেয়া।
সব মানুষের জরুরি চাহিদা (Basic need)  পূরণের পরই পর্যায়ক্রমে Complementary (হাজিয়াত) ও decorative (তাহসিনিয়াত) চাহিদা পূরণ করা। এই দৃষ্টিভঙ্গি শরীয়ার লক্ষ্য (মাকাসিদে শরীয়া)’র  সহায়ক।
মানবতার জন্য ক্ষতিকর কোনো খাতে বিনিয়োগ না করা। যেমন : তামাক, মাদক, জুয়া অশ্লীলতা প্রভৃতি খাত।
সমাজের স্বল্পবিত্ত সাধারণ মানুষের সম্পদ অল্প কিছু লোকের হাতে জমা করা যাবে না। সুদী লেনদেনে এ পরিস্থিতি তৈরি হয়। তাই মানবিক ব্যাংকিং জনগণের ছোট-বড় সব ধরনের সঞ্চয় সংগ্রহ করে তা সার্বজনীন কল্যাণে লাগায়। আল্লাহতায়ালা বলেন : “সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের মাঝে আবর্তিত না হয়।” (আল-হাশর : ০৭)
অর্থসম্পদ, মানবসম্পদ ও বস্তুগত সম্পদ ব্যবহারে নৈতিক শৃঙ্খলার অনুসরণ। এটি না হলে বঞ্চিত মানুষের দুর্দশা বাড়ে।
মানবসম্পদ উন্নয়নের জন্য মানুষের আধ্যাত্মিক ও বস্তুগত স্বভাব ও অভ্যাসের উন্নয়ন প্রয়োজন। তাই মানবিক ব্যাংকিং কর্মকৌশল নির্ধারণে মানবতার নৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিবে।
তাকওয়া মানে ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা, যেমন সহিহ আল-বুখারি ও সহিহ মুসলিমে তিন ব্যক্তির অত্যাধিক ইবাদতের সংকল্প করার পর নবী (সা.) তাকওয়ার সংজ্ঞা দিলেন। মানবিক ব্যাংকিং অর্থনীতিতে ভারসাম্য রক্ষা করবেন।
রোজা মানুষকে ভোগবাদী না হয়ে সহমর্মী হওয়ার শিক্ষা দেয়। এ মাসের নামই সহমর্মিতার মাস। মানবিক ব্যাংকিং ৯৯% সম্পদকে ১% মানুষের কাছে তথা ৬২টি পরিবারের হাতে পৃথিবীর অর্ধেক সম্পদ পুঞ্জীভূত হতে দেয় না। সারা বিশ্ব বর্তমানে মানবিক ব্যাংকিংয়ের দিকে এগিয়ে আসছে। আল্লাহতায়ালা আমাদেরকে রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিংয়ের প্রচার, প্রসার ও সহযোগিতার তাওফিক দিন।
লেখক : সহকারী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং
আরও পড়ুন