পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমীতে ‘লিডারশীপ ডেভলপমেন্ট ফর এক্সিকিউটিভস’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের মিড লেভেলের নির্বাহীদের অংশগ্রহণে সম্প্রতি অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকটি বুধবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ সময় এমডি যোগ্য নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এই প্রক্ষিক্ষণ কর্মশালার মাধ্যমে ব্যাংকের মিড লেভেলের নির্বাহীদের মধ্যে নেতৃত্বের গুলাবলী বহুগুন বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল সালমা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মহিউদ্দিন ও ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ফাহমিদা চৌধুরী প্রশিক্ষণ প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।