পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিভিন্ন অভিযোগে মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। গতকাল রোববার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ন‚র এ দিন নির্ধারণ করেন।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভ‚ঁইয়া বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন নির্ধারিত ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় অভিযোগ গঠনের শুনানির পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন। ২০১৬ সালে ৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রেসিডেন্ট (মরণোত্তর) জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। পরে আদালত মামলাটি তদন্ত করে তেঁজগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
সেই নির্দেশের পরে ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।