Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পথশিশুদের সাথে চসিক মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

পিতামাতা ও ঠিকানা বিহীন অবহেলিত পথশিশুদের সাথে সময় কাটিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গত শনিবার রাতে পথশিশুদের অবস্থা দেখতে ফিরিঙ্গীবাজারে যান সিটি মেয়র। পথশিশুদের নিয়ে কাজ করছে ‘উপলদ্ধি’ নামে একটি সামাজিক সংগঠন। নগরীতে কুড়ে পাওয়া পথশিশুদের দেখভাল করছে সংগঠনটি। এখানে ৬৫ জন পথশিশু রয়েছে। উপলব্ধি এসব পথশিশুদের পড়া লেখা, ভরণপোষনসহ সকল বিষয়ে দেখভাল করছে।
সিটি মেয়র সেখানে বসবাসরত পথশিশুদের সাথে কিছুক্ষণ আনন্দঘন মুর্হুত সময় অতিবাহিত করেন। তারা সিটি মেয়রকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে। আর মেয়র অনেকটা আবেগে-আপ্লুত হয়ে পড়েন। মেয়র চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পথশিশুদের পড়া লেখার জন্য ভর্তি ফিসহ মাসিক বেতন মওকুফের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়–য়া, ডা. পলাশ, সংগঠনের প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক শেখ ইজাবুর রহমান প্রমুখ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র নাছির

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ