Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কম্বোডিয়ায় প্রতিমন্ত্রী রাঙ্গার নেতৃত্বে প্রতিনিধি দল

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ৮ সদস্যের প্রতিনিধি দল কম্বোডিয়ার রাজধানী নমপেনে অবস্থিত বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েল ইউনিভার্সিটি অব এগ্রিকালচার পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যারয় কতৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে রাঙ্গা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্প, খাদ্য নিরাপত্তা, কৃষি খাতের আধুনিকায়ন, পল্লী জনপদসহ বিভিন্ন প্রকল্পের সুফল ও উপকারভোগীদের বিষয় তুলে ধরেন। এসব প্রকল্প থেকে কম্বোডিয়াকে কিভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়েও আলোচনা করেন। কম্বোডিয়ার রয়েল ইউনিভার্সিটি অব এগ্রিকালচারের ভাইস রেক্টর ও চেইনের প্রকল্প পরিচালক পদশটির পল্লী উন্নয়ন, দারিদ্র্যবিমোচন, খাদ্য, পুষ্টি ও কৃষিখাতের কর্মকৌশল আলোকপাত করেন। তারা তাদের কৃষিবিষয়ক গবেষণা কর্মদ্বারা কীভাবে বাংলাদেশকে তাত্তি¡ক ও ব্যবহারিকভাবে উপকৃত করা যায় সেসব বিষয় তুলে ধরেন। গত শুক্রবার হতে সফররত প্রতিনিধি দলটি কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া এর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন শেষে আগামী ৫ ফেব্রæয়ারি ঢাকায় ফিরবেন। Ñবিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কম্বোডিয়ায় প্রতিমন্ত্রী রাঙ্গার নেতৃত্বে প্রতিনিধি দল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ