Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিসিকের হোল্ডিং কর নিয়ে বৈঠক

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী বিসিক শিল্প এলাকার অবকাঠামোর হোল্ডিং কর নির্ধারণ বিষয়ে সম্প্রতি বিসিক কর্তৃপক্ষ ও বিসিক শিল্প মালিক নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা শিল্প এলাকার কর নিয়ে মতবিনিময় করেন। এসময় রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি মুস্তাক হোসেন রতন, কাউন্সিলর মুনজুর হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা খন্দকার মো. মাহাবুবুর রহমান, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, শিল্প মালিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন লিয়াকত আলী, ইসতিয়াক আহমেদ বাবলু, শামসুদ্দিন আহমেদ, বিসিকের আঞ্চলিক পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিকের হোল্ডিং কর নিয়ে বৈঠক

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ