Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতি ও দূষণমুক্ত শহরের জন্য ধানের শীষে ভোট দিন - ইশরাক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ২:৩৭ পিএম

দুর্নীতি ও দূষণের শহর থেকে পরিত্রাণের জন্য নগরবাসীকে ধানেরশীষে ভোট দেওয়ার আহবান আহবান জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

শনিবার দুপুর ১২ টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গণসংযোগ শুরুর প্রাক্কালে বক্তব্য তিনি বলেন।
নেতাকর্মীদের নিয়ে ২য় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রচারণায় আরো বলেন বাসযোগ্য নগর গড়ে তুলবো। গেল ১৩ বছরে ঢাকা বিশ্বে দুষিত শহরের তালিকায় প্রথম সারিতে অবস্থান করে নিয়েছে।

এই শহরকে বাঁচাতে ধানেরশীষে ভোট দেয়ার আহবান জানান।

তিনি বলেন হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে আনতে গণতন্ত্রের মাতা দেশনেত্রীকে মুক্তি করতে হবে। তাই ধানের শীষের ভোটের বিকল্প নেই।
গণসংযোগ ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইশরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ