পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার নির্দেশনা চেয়েছে রিট করা হয়েছে। সেই সঙ্গে ইভিএম সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ এর বিধিমালারও বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট বারের অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বাদী হয়ে এ রিট করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রেসিডেন্ট কার্যালয়ের সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, ইভিএম সংক্রান্ত আইন সংসদে পাস হয়নি। জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) এর ধারা ২৬-এ অনুযায়ী ইভিএম বাধ্যতামূলক নয়। সুতরাং এ আইনটি জরুরি ছিলো না। এটি সংবিধানের ৯৩ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। অনুচ্ছেদ ৯৩ কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংসদ না থাকলে অধ্যাদেশ জারি করতে পারে। ২০১৮ সালে সংসদ বহাল ছিল এবং ইভিএম জরুরি ছিলো না। ২০১৮ সালের নির্বাচনে মাত্র ৬টি কেন্দ্রে ইভিএম চালু ছিল। কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।