Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালখালীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে ৫ ব্যবসায়ীকে। এ সময় মুদির দোকান, কাঁচাবাজার ও মাংসের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২১ হাজার টাকা জরিমানা আদায় ও প্রায় ৮০ হাজার টাকা মূল্যমানের বিভিন্ন তামাকজাত পণ্য ধ্বংস করা হয়। এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আকতার সুইটি।
জানা যায়, দি স্ট্যান্ডার্ড ওয়েটস এন্ড মেজার্স অডিন্যান্স ১৯৮২-এর আইনে উপজেলার মাংস বিক্রেতা বাবুল, সবজি বিক্রেতা মনসুর ও মুরগী বিক্রেতা আমীর হোসেনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ ১৯৮৯-এর আইনে মুদি দোকানদার অধীরকে ২ হাজার ও তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০০৫-এর ১০ ধারায় মাহমুদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) চট্টগ্রাম রিজিওনাল অফিসের পরিদর্শক (মেট্রোলজি উইং) মো. মুকুল মৃধা, চট্টগ্রাম সিআইডিডি বিসিক ও সহকারী মনিটরিং ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা রমেশ চন্দ্র সানা, পরিদর্শক বিশ্বজিৎ হালদার ও চট্টগ্রাম লবণ জোনের কো-অর্ডিনেটর মুহাম্মদ হাফিজুর রহমান আদালতকে সহযোগিতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোয়ালখালীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ