Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনকে অনুসরণ করে অবৈধ ক্ষমতা ছেড়ে দিন

আ’লীগের প্রতি খালেদা জিয়ার আহ্বান

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে অনুসরণ করে অবৈধ ক্ষমতা ছেড়ে দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, আপনারা (আ’লীগ) গায়ের জোরে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন। ব্রিটেনের দিকে তাকান, শিখুন। সেখানের নির্বাচিতরা গণভোটে হেরেছেন, সেজন্য তারা ক্ষমতা ছেড়ে দিচ্ছেন, প্রাইম মিনিস্টার পদত্যাগ করছেন। জনগণের প্রতি সম্মান দেখিয়ে পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তাতে জনগণ যাদেরকেই নির্বাচিত করবে, আমরা তাদেরকেই মেনে নিতে রাজি আছি। আমাদেরকে নির্বাচিত করলে অন্যদেরকেও সেটা মেনে নিতে হবে। গতকাল রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।
বিএনপির কৃষিবিদদের সংগঠন ‘এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)’-এর উদ্যোগে এই ইফতার মাহফিল হয়। এতে শেরে বাংলানগর, ময়মনসিংহ, গাজীপুরের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষিবিদসহ শিক্ষার্থীরা অংশ নেন। কৃষিখাতের বর্তমান দুরবস্থার কথা তুলে ধরে খালেদা জিয়া বলেন, আজকে কৃষিখাতে নানারকম অবহেলা চলছে। আগের সেই অবস্থা নেই। দেশের উৎপাদন না বাড়িয়ে বিদেশ থেকে আমদানি প্রবণতা বেড়েছে। এর একমাত্র হলো সেখান থেকে কমিশন পাওয়া যায়। সেজন্য ক্ষমতাসীনরা এই কাজ করছে। কেবল তা-ই নয়, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ভালা দাম পায় না। পাটের দাম পায় না। ধানের দাম এতো কম যে কৃষকদের উৎপাদন খরচই উঠে না। অথচ সরকারের সেদিকে কোনো দৃষ্টি নেই।
২০০৮ সালের নির্বাচনের সময়ে চাল ও সার মূল্য কমানোর আওয়ামী লীগে অঙ্গীকারের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, ক্ষমতায় আসার আগে বড় বড় বুলি আওড়িয়ে ছিল যে কৃষকদের বিনা মূল্যে কৃষি উপকরণ দেবে, বিনা মূল্যে সার দেবে। ১০ টাকা কেজি চাল মানুষকে খাওয়াবে বলেছিলো। কিন্তু তারা তাদের কথা রাখতে পারেনি। এই আওয়ামী লীগ সকলের কথার বরখেলাপ করেছে। কৃষিখাতের বিভিন্ন পর্যায়ে সরকার দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।
তিনি বলেন, আজকে কৃষিখাতে দলীয়করণ করে সব কিছু ধ্বংস করে দেয়া হয়েছে। ভালো ভালো কর্মকর্তাদের চাকরি থেকে বের করে দেয়া হয়েছে। অপরাধ কী তাদের? তারা বিএনপি করে কিংবা বিএনপিকে সমর্থন করে।
কৃষিভূমি হ্রাস হওয়ায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে সকলকে সতর্ক হওয়ার আহ্বানও জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আজকে দিনে দিনে কৃষি জমি কমে যাচ্ছে। সেখানে মার্কেট হচ্ছে, বড় বড় মাল্টিস্টোরড বিল্ডিং হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। আমরা বলব, এগুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত প্রত্যেকের। কৃষি জমি কোনোভাবে কমতে দেয়া যাবে না। বরং আরো যেসব খাসজমি আছে বা নদী থেকে যেসব জমি উদ্ধার হচ্ছে, সেখানে আমরা কীভাবে কৃষি জমিতে রূপান্তরিত করা যায়, সেগুলো গবেষণা করে বের করার কাজে গুরুত্ব দিতে হবে। যাতে বাংলাদেশ কৃষি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, দেশের মানুষ লাভবান হতে পারে। কৃষি গবেষণার কার্যক্রমের ওপর গুরুত্বরোপ করেন সাবেক প্রধানমন্ত্রী।
বক্তব্যের পর এ্যাব-এর আহ্বায়ক আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, সদস্য সচিব হাসান জাফির তুহিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ইব্রাহিম খলিল, বিএডিসি’র সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, কৃষিবিদ কামরুজ্জামান কায়সার, শামীমুর রহমান শামীম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে একই টেবিলে বসে ইফতার করেন বিএনপি চেয়ারপার্সন।
এছাড়া ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আ ন হ আখতার হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।
ইফতারে বিএনপির খায়রুল কবীর খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কৃষিবিদ গোলাম হাফিজ ক্যানেডি, শামসুল আলম তোফাসহ বিভিন্ন পেশাজীবী নেতারা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেনকে অনুসরণ করে অবৈধ ক্ষমতা ছেড়ে দিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ