Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার লেনের উদ্বোধন ২ জুলাই : সাড়ে চার ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

এলিভেটেড এক্সপ্রেস ওয়েব নির্মাণ শুরু আগামী বছর
সীতাকু- (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন ও ঢাকা-জয়দেবপুর মহাসড়ক উদ্বোধন করবেন।
গতকাল (সোমবার) সীতাকু-ের ভাটিয়ারীতে মহাসড়ক পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী এদিন সড়ক পথে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। এ সময় মহাসড়কের অবস্থা পরিদর্শনকালে ভাটিয়ারীতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। নির্মাণ সম্পন্ন হয়েছে ২৪৩টি, কালভার্ট ও ২৩ ব্রিজের কাজ। ঈদের আগে এটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী ঈদ উপহার দিচ্ছেন। চার লেন সম্পূর্ণ চালু হলে ৪ ঘণ্টা ২০/৩০ মিনিটের মধ্যে ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়া করা যাবে। মহাসড়কে চার লেনে গাড়ি চালকদের বেপরোয়া মনোভাবের জন্য দুর্ঘটনা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ঈদে দুর্ঘটনা কমাতে হলে গাড়িচালক ও পথচারীদের সতর্ক হতে হবে। মহাসড়ক যানজট মুক্ত করতে কাজ চলছে। কিন্তু গোমতী সেতু, কাঁচপুর সেতু এলাকায় দুই লাইন হওয়ায় ঈদে কিছুটা যানজট থাকতে পারে। এ অংশ যাতে যানজট না থাকে সে চেষ্টাও চলছে।
মন্ত্রী বলেন, চার লেন শেষ হওয়ায় আমরা ২২৫ কি.মি. এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের প্রক্রিয়া নিয়ে ভাবছি। আশা করছি ২০১৭ সালের শেষ দিকে এই এক্সপ্রেস ওয়ে নির্মাণের প্রক্রিয়া শুরু করা যাবে। এ সময় তার সাথে সওজের স্থানীয় কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন হাইওয়ে এএসপি (সীতাকু- সার্কেল) গোলাম মোহাম্মদ, বার-আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. ছালেহ আহমেদ পাঠান, ফৌজদারহাট ফাঁড়ির সার্জেন্ট রফিক আহমেদ মজুমদারসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার লেনের উদ্বোধন ২ জুলাই : সাড়ে চার ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ