Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে চাকরির সুযোগ চট্টগ্রামে কর্মী বাছাই আজ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

চীনে স্নাতক বা সমমান ডিগ্রিধারী বাংলাদেশি যুবকদের চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। কোয়ালিটি কন্ট্রোলার, অপারেটর ও সহকারী অপারেটর পদে মাসিক প্রায় ৩৮ হাজার টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। এ লক্ষ্যে নগরীর নাসিরাবাদের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘জব ফেয়ার ও কর্মী বাছাই’ হবে।

জব ফেয়ার থেকে চীনের ন্যানচাং অফিল্ম হুয়া গোয়াগ টেকনোলজি লিমিটেড কোম্পানিতে বাছাইকৃতদের নিয়োগের প্রক্রিয়ার বিষয়ে জানানো হবে। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ জহিরুল আলম মজুমদার জানান, যারা ২০১৮ সালের আগে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করেছেন এবং বয়সসীমা ২৩-৪০ বছরের মধ্যে তারা এ জব ফেয়ারের মাধ্যমে চীনে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে চাকরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ