Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাহী পরিচালক পদোন্নতি পেয়েছেন ড. মো. হাবিবুর রহমান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ৭:৩০ পিএম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন ড. মো. হাবিবুর রহমান। সোমবার (৩০ ডিসেম্বর) তাকে পদোন্নতি দিয়ে ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট ও চিফ ইকোনোমিস্ট ইউনিটের দায়িত্বে ন্যস্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার খিরাতলা গ্রামে এক স¤্র¢ান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মিরাসানী পলিটেকনিক একাডেমি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ হতে কৃতিত্বের সহিত প্রথম বিভাগ পেয়ে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাস করেন। এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে প্রথম শ্রেনীতে ¯œাতক (সম্মান) ও ¯œাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন। ড. রহমান ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন। পরবর্তীতে তিনি ইউএসএইড বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রের ইস্ট্রার্ন ও ওয়েস্ট্রার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় হতে প্রায়োগিক অর্থনীতিতে যথাক্রমে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ‘ঃযব ঋষবঃপযবৎ ঝপযড়ড়ষ খবধফবৎংযরঢ় চৎড়মৎধস ভড়ৎ ঋরহধহপরধষ ওহপষঁংরড়হ,’ এ অংশগ্রহণ করেন যা ব্যাংক খাতের নিয়ন্ত্রক ও নীতিনির্ধারকগণের জন্য যুক্তরাস্ট্রের দি টাফ্ট বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষায়িত কর্মসূচি যার মাধ্যমে উদীয়মান অর্থনীতিতে দারিদ্র্য জনগোষ্ঠীর দোরগড়ায় আর্থিক সেবাসমূহ পৌঁছানোর বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা হয়।

ড. রহমান বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগ, মানিটারী ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল ইউনিট যা বর্তমানে মানিটারী পলিসি বিভাগে অত্যন্ত সুনামের সাথে কাজ করেন। পরবর্তীতে তিনি বিশ্ব ব্যাংকের ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের পলিসি অ্যানালাইসিস ইউনিট এ সিনিয়র রিসার্স ইকোনোমিস্ট হিসেবে নিয়োজিত হন। এছাড়াও, তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে উপমহাব্যবস্থাপক এবং সর্বশেষ গভর্নর সচিবালয়ের পলিসি সাপোর্ট উইংয়ে মহাব্যবস্থাপকের দ্বায়িত্ব পালন করেন। তিনি বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবিসহ বর্হিবিশ্বে বহুসংখ্যক আর্ন্তজাতিক সম্মেলন, সভা-সেমিনার ও কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করেছেন। বৈদেশিক প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি জাপান, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, ভারত, দক্ষিন কোরিয়াসহ ইউরোপ-আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ