Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক হলেন রোকেয়া খাতুন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ৭:২৯ পিএম

দীর্ঘদিন গভর্নর সচিবালয়ে কর্মরত থাকা উপ-মহাব্যবস্থাপক রোকেয়া খাতুন মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে গভর্নর সচিবালয়ের পলিসি সাপোর্ট উইং (পিএসডব্লিউ) এ ন্যস্ত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) তিনি পদোন্নতি পান। রোকেয়া খাতুন ১৯৮৫ ও ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে অর্থনীতিতে (সম্মান) ও ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা সহকারী পরিচালক (গবেষণা) পদে যোগদান করেন। রোকেয়া সামষ্টিক অর্থনৈতিক উপাত্ত সংকলন ও বিশ্লেষণে দক্ষ ও বিশেষ পারদর্শী। তিনি কর্তৃপক্ষের চাহিদামতো ধারাবাহিক কেন্দ্রীয় ব্যাংকিং নীতি সংক্রান্ত বিশ্লেষণধর্মী পলিসি নোট প্রস্তুত করেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার বেশ কিছু পেপার প্রকাশিত হয়েছে। দাপ্তরিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়ামে এবং ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনে তিনি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, মালয়েশিয়া, তুরস্ক, সউদী আরব ও আমেরিকা সফর করেন। রোকেয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্বামীও বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক পদে কর্মরত রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ