Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালী ব্যাংক - রেসিডেন্সিয়াল মডেল কলেজ চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ৭:১১ পিএম

সোনালী ব্যাংক লিমিটেড ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) কলেজের প্রশাসনিক ভবনের কার্যালয়ে আয়োজিত এ চুক্তি অনুযায়ী রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সোনালী ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণ করবে। চুক্তি স্বাক্ষরের পর সোনালী ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এনডিসি স্বাক্ষরিত দলিল বিনিময় করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজাজামান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সালেহসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও উর্দ্ধতন কর্মকর্তারা।###

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেসিডেন্সিয়াল মডেল কলেজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ