পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর উদ্যোগে গত শনিবার শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রবাসের সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল হকের উপস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল মেহেদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সৈয়দ আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর এন আরবি’র চেয়ারপার্সন এম.এস সেকিল চৌধুরী, প্রসাসের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ। ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বলেন, এ মাসটিতে আল্লাহপাক তার বান্দাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দেন এবং নেক আমলের জন্য পুরস্কৃত করেন। এমন চমৎকার সুযোগ পাওয়া সত্ত্বেও যারা তা অর্জন করতে সক্ষম হয় না তাদের মতো বদ নসিব আর নেই। অনুষ্ঠানে প্রবাসী ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল কবির চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।