Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ আইন সমিতির সভাপতি সাজ্জাদ সম্পাদক কেশব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:২২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির ৩৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট কেশব রায় চৌধুরী।

শুক্রবার সকাল নয়টা থেকে আলোচনা সভার মধ্যদিয়ে আইন সমিতির বার্ষিক সম্মেলন ২০১৯ এর কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচার সৈয়দ মাহমুদ হোসেন।

সংগঠনের সভাপতি এ কে এম আফজাল উল মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইন সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আল মামুন প্রমুখ। পরে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোটগ্রহন হয়। এতে বিপুল ভোটে কেশব রায় চৌধুরী সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন।

অন্যান্য পদে আরও যারা নির্বাচিত হলেনঃ সহ সভাপতি- মোঃ শফিউল আলম, নুর নাহার ওসমানী, মোঃ শাহ আলম সরকার, খান মোহাম্মদ শামিম আজিজ, সৈয়দ শবনম মুস্তারি, মোঃ জিশান মাহমুদ ও মোহাম্মদ বদিউজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- এইচ এম শফিকুল ইসলাম আশিক, মোঃ আরিফুজ্জামান ও নোমান হোসাইন তালুকদার। সাংগঠনিক সম্পাদক- শিহাব আহমেদ সিরাজী ও সহ সাংগঠনিক সম্পাদক- মোঃ শরিফুল হাসান শুভ।

অন্যান্য সম্পাদকীয় পদে আরও আছেনঃ অর্থ সম্পাদক- মোঃ সাইফুল ইসলাম যুবায়ের, দপ্তর সম্পাদক- মোঃ মইনুল ইসলাম, সহ দপ্তর- নুরে এরশাদ সিদ্দিকি, সাহিত্য সম্পাদক- মমতাজ পারভিন মৌ, সহ সাহিত্য- আব্দুল হালিম, প্রচার সম্পাদক- ফুয়াদ হোসেন সাহাদাত, আইনগত সহায়তা সম্পাদক- শহিদুল ইসলাম শহীদ, সহ আইনগত সহায়তা- মোঃ আরাফাত আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- নিশাত ফারজানা, আপ্যায়ন সম্পাদক- মোঃ আলমগীর হোসাইন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক- ব্যারিস্টার রিমি নাহরিন, পরিকল্পনা ও কর্মসূচী সম্পাদক- মোঃ সামিউল হক সামি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক- মোঃ শাহেদ খান ইয়াকুব, আন্তর্জাতিক সম্পাদক- ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ আন্তর্জাতিক- মোঃ আরমান হোসাইন; এছাড়া সদস্য রয়েছেন ২৬ জন।

পরে রাত আটটার পর নির্বাচন কমিশন সভাপতি-সাধারণ সম্পাদকসহ পূর্ণ কমিটির সবাইকে শপথ পাঠ করান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ আইন সমিতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ