Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়াতুল মোদার্রেছীনের সমাবেশ সফল করায় নেতৃবৃন্দের কৃতজ্ঞতা

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মাদরাসা শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত শুকরিয়া সমাবেশ সাফল্যম-িত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি কবি রূহুল আমীন খান ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী গতকাল (রোববার) এক যৌথ বিবৃতিতে শনিবার আয়োজিত ঐতিহাসিক শুকরিয়া সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সকল মাদরাসার শিক্ষক-কর্মচারীগণ শত ব্যস্ততার মাঝে কষ্ট স্বীকার করে উপস্থিত হয়ে সমাবেশকে সাফল্যম-িত করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানান। সেই সাথে সমাবেশে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল, এমপি, ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, এমপি, শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দকে নেতৃবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জমিয়াতুল মোদার্রেছীনের জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের যেসকল নেতৃবৃন্দ সমাবেশকে স্বার্থক করার জন্য অবদান রেখেছেন তাদের প্রতিও জমিয়াত নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানান। বর্তমান সরকারের সময়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষা অধিদপ্তর স্থাপন ও নতুন বেতন স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করায় শুকরিয়া সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। গত শনিবার রাজধানীর গাউসুল আজম কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সমাবেশে সারাদেশ থেকে আগত প্রায় ৪০ হাজার পীর, মাশায়েখ, আলেম, ওলামা, মাদরাসা শিক্ষক ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীনের সমাবেশ সফল করায় নেতৃবৃন্দের কৃতজ্ঞতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ