পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : নিম্নমানের পাম অয়েল, মাস্টার গাম, কয়েক রকমের কেমিক্যাল, ফ্লেভার এবং রং মিশিয়ে তৈরি হচ্ছে ঘি। কৌটায় ঢুকিয়ে বাইরে ‘বাঘাবাড়ী আসল গাওয়া ঘি’ লেভেল লাগিয়ে বাজারজাত করা হচ্ছে। গতকাল (রোববার) নগরীর বাকলিয়া থানার চাক্তাই আমিন হাজী রোডে অভিযান চালিয়ে আসল গাওয়া ঘিয়ের নামে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এসব পণ্য তৈরির হাতেনাতে প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ নকল ঘি কারখানায় হানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক এবং নুর আলম উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করেন এপিবিন, আনসার ব্যাটালিয়ন ও ক্যাব সদস্যরা। রুহুল আমিন জানান, সুজিত আলীর বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে ইব্রাহিম নামে এক লোক ‘বাঘাবাড়ী আসল গাওয়া ঘি’ প্রস্তুত করছিলেন। অভিযানের খবর পেয়ে কারখানার পেছন দিয়া পালিয়ে যান প্রস্তুতকারক। দুধ থেকে তৈরি হয় ঘি। কারখানায় তল্লাশি কোনো প্রকার দুধ তো দূরে থাক দুধের প্যাকেটও খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, সরবরাহের জন্য তৈরি ৩২৭ কৌটা ঘি জব্দ করা হয়। প্রস্তুত করা এক কড়াই (আনুমানিক ২০ কেজি), পাম অয়েলের পাঁচটি ড্রাম, ৫ কেজি রং ও কেমিক্যাল এবং ৫ হাজার খালি কৌটা চাক্তাই খালে ফেলে নষ্ট করা হয়েছে। একই অভিযানে স্থানীয় এমএইচ প্যাকেজিং নামের একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় মালিককে জিজ্ঞাসাবাদ করা হয় এত পাতলা পলিথিন বানানো অপরাধ সেটি জানেন কিনা। তিনি উত্তরে জানান যে, তারা মোটা পলিথিন বানাবেন বলে পরিবেশ থেকে ছাড়পত্র এনে পাতলা (নিষিদ্ধ) পলিথিন বানান, যেটা নিষিদ্ধ ও আইনত দÐনীয়। নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর ৬ (ক) ধারা লংঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয় কাখানার ম্যানেজার মোহাম্মাদ এয়াছিনকে। এ সময় পাঁচটি পলিথিন তৈরির বুলিং মেশিন, তিনটি কাটিং মেশিন, ২৫ কেজি ওজনের ১২ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল, ১০০ কেজি তৈরি পলিথিন, ১০ কেজির ১৪টি পলিথিন রোল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।