পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরে ৫৬ কোটি ৫২ লক্ষ ৫১ হাজার ২ শত ৮৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার পৌরভবনে এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার এ বাজেট ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হান্নান। আলোচনায় অংশ নেন সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামী লীগ নেতা প্রধান আতাউর রহমান বাবলু। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন ওলামা লীগ নেতা কারী মো. হোসাইন। ইফতার মাহফিলপূর্ব দোয়া পরিচালনা করেন চাপরীগঞ্জ সিনিয়ার মাদরাসার প্রাক্তন সুপার মাওলানা জোনাব আলী। বাজেট ঘোষণা কালে পৌর কাউন্সিলরাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।