পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিরীক্ষা আপত্তির সাড়ে ১২ হাজার কোটি টাকার বিষয়ে ‘সালিশে’ (আর্বিট্রেশন) যাওয়ার জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদকে উকিল নোটিশ পাঠিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, গ্রামীণফোন সিঙ্গাপুরের একটি ল ফার্মের মাধ্যমে প্রেসিডেন্টকে উকিল নোটিস দিয়েছে আর্বিট্রেশনে যাওয়ার জন্য। আমরা বিষয়টি প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাকে জানিয়েছি। আমি মনে করি যে এটি খুব দুঃখজনক। বাংলাদেশে ব্যবসা করবে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি আমাদের প্রেসিডেন্টকে উকিল নোটিস দিয়ে আর্বিট্রেশনের জন্য চাপ দেবে, এটা বোধহয় খুব সহজে গ্রহণ করার মত অবস্থা না।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা দাবি করে আসছে সরকার। এই পাওনাকে অন্যায্য বলে আসছে অপারেটর দুটি। মীমাংসার উদ্যোগে নিয়ে অর্থমন্ত্রী গ্রামীণফোন ও বিটিআরসির কর্মকর্তাদের নিয়ে দুই দফা বৈঠক করলেও তাতে সমাধান আসেনি। অবশেষে দুই পক্ষই আদালতের আশ্রয় নিয়েছে। বিটিআরসির সাড়ে ১২ হাজার কোটি টাকার নিরীক্ষা দাবির নোটিসের ওপর হাই কোর্টের নিষেধাজ্ঞা বহাল রেখে গত ২৪ নভেম্বর গ্রামীণফোনকে অবিলম্বে দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবির নিরীক্ষা আপত্তির বিষয়টি এখনো আদালতে বিচারধীন।
জানতে চাইলে মোস্তাফা জব্বার বলেন, গ্রামীণফোনের পাওনার বিষয়ে কোর্ট যেহেতু একটি আদেশ দিয়েছে এজন্য তাদের সাথে আর আলোচনার কোন সুযোগ নেই। অন্যদিকে রবির মামলাটি যেহেতু বিচারাধীন রয়েছে সেহেতু মামলা তুলে না নেয়া পর্যন্ত কিংবা রায় না হওয়া পর্যন্তও সে বিষয়ে মন্ত্রণালয়ের আর করার কিছুই নেই। তবে কোম্পানি দুটি যেহেতু বাংলাদেশে ব্যবসা করছে তাই বাংলাদেশের আইন-আদালত মেনেই তাদের ব্যবসা করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।