Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

উত্তরার খাল থেকে এবার উদ্ধার তিন ব্যাগ ইলেক্ট্রনিক ডিভাইস

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি খাল থেকে এবার তিন ব্যাগ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার সকালে খালের ৪ নম্বর ব্রিজের নিচ থেকে ব্যাগ তিনটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, ওই খালে আরও অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে গতকাল সকালে পুলিশ ডুবুরি পাঠাতে অনুরোধ করে। ১১টা ৪০ মিনিটে আমাদের তিনজন ডুবুরি ওই খালে নেমে ব্যাগগুলো উদ্ধার করেন। ব্যাগে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে জানালেও সেগুলো কী ধরনের যন্ত্র তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি মিজানুর।
ঠিক এক সপ্তাহ আগে গত ১৮ জুন ওই খাল থেকে সাতটি ট্র্যাভেল ব্যাগ ভর্তি ৯৭টি পিস্তল, ৪৬২টি ম্যাগাজিন, এক হাজার ৬০টি গুলি, ১০টি বেয়নেট ও ১০৪টি গুলি তৈরির ছাচ উদ্ধার করে পুলিশ। পরদিন একই জায়গা থেকে আরও এক কার্টন ম্যাগাজিন উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধারের এ ঘটনায় উত্তরা থানায় একটি জিডি হয়েছে, ঘটনাটির তদন্তভার দেয়া হয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগকে। ডিএমপির এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, এটি কোনো সাধারণ সন্ত্রাসীর কাজ নয়। এগুলো মজুদের সঙ্গে দেশি-বিদেশি চক্র জড়িত। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তরার খাল থেকে এবার উদ্ধার তিন ব্যাগ ইলেক্ট্রনিক ডিভাইস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ