পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জিয়াউর রহমান-মোশতাকরা জাতীয় চরিত্রকে কলুষিত করেছেন
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান বিবি ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বাংলাদেশের ইতিহাসের নানা অধ্যায় চুলচেরা বিশ্লেষণ করে বলেন, জিয়াউর রহমান-মোশতাকরা জাতীয় চরিত্রকে কলুষিত করেছেন।
গতকাল শনিবার রাজধানীর বিলিয়া অডিটোরিয়ামে “বাঙালি জাতীয়তাবোধের উত্থান রুখতে পারে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাস” শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
একটি সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, বাঙালির হাজার বছরের ইতিহাসের সব জানা-অজানা অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। সাম্প্রদায়িক জাতি বিনাশী সব অপতৎপরতা রুখতে তারুণ্যের জাগরণ তথা জনগণের ব্যাপক অংশগ্রহণ জরুরি হয়ে পড়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি করবেও না। জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেবে।
এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাইমন জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাইম রানা, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার, সাপ্তাহিক বর্তমান সংলাপের নির্বাহী সম্পাদক ড. আলাউদ্দীন আলন, আওয়াম লীগ নেতা মাসুম ইকবাল, অনলাইন মিডিয়া এসোসিয়েশনের মহাসচিব জয়ন্ত আচার্য, অধ্যাপক ড. মোহাম্মদ মাহাবুবুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সালেহ টুটুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ্যাড রানু আখতার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নজরুল ইশতিয়াক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।