Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ১০ কোটি ভোটার

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন। গতকাল হালনাগাদে ভোটার হওয়ার নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পরে এই সংখ্যা দাঁড়িয়েছে।
রোববার পূর্ব নির্ধারিত সময় মোতাবেক হালনাগাদে ভোটার হওয়া নাগরিকদের নামের তালিকা মূল তালিকার সাথে যুক্ত করা হয়। এর আগে খসড়া তালিকাটি ২ জানয়ারি আপত্তি দাখিলের জন্য প্রকাশ করা হয়।
ইসি সূত্রে জানা গেছে, বর্তমান মোট ভোটার ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫ কোটি ৩২ লাখ ২০ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ৫০ দশমিক ৩২ শতাংশ এবং নারী ভোটার ৪৯ দশমিক ৫৮ শতাংশ।
ইসি পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, নতুন তালিকায় যুক্ত হয়েছে ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন। নতুন ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন এবং নারী ভোটার ২১ লাখ ২৩২ জন। এ বছরে মোট ভোটর থেকে বাদ পড়েছে ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন। অন্যদিকে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৭২ জন। এর আগে গত বছর ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশে ১০ কোটি ভোটার

১ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ