পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলক্ষেত থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- বকতার আহমেদ ও নুর আলম ওরফে টিটু। তারা ঢাকা ও ঢাকার বাইরে ইয়াবা বিক্রি করে।
ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জমান জানান, বৃহস্পতিবার রাতে খিলক্ষেত এলাকায় একটি প্রাইভেটকার আটক করে পুলিশ। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাড়ি থেকে বকতার আহমেদ ও নুর আলমকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন টেকনাফ সীমান্ত থেকে গাড়িতে করে ইয়াবা নিয়ে আসে। পরে ঢাকা ও ঢাকার আশপাশের জেলায় পাইকারী ও খুচরা বিক্রি করে। সংঘবদ্ধ এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।