Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জা আব্বাসের জামিন নাকচ

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : পল্টন ও মতিঝিল থানার নাশকতার দুই মামলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ অদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এর আগে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জামিন চেয়ে আবেদন করেন। এরআগে ৬ জানুয়ারি এ দুই মামলায় আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করলে তা নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল বাস্তবায়ন করার জন্য বিএনপির ও জামায়াতের ২০ থেকে ২৫ জন কর্মী রাজধানীর পল্টন মোড়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে অগ্নিসংযোগ করেন। অগ্নিসংযোগের এক পর্যায়ে পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক
মির্জা আব্বাসের
হাওলাদার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাসসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ ছাড়া মতিঝিল থানার মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আগের দিন ৪ জানুয়ারি মতিঝিল থানাধীন এজিবি কলোনির বায়তুল মামুর জামে মসজিদের সমনে বিএনপি-জামায়াতে ৩০ থেকে ৩৫ কর্মী একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ ও পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র নাথ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও মির্জা আব্বাসসহ ৮১ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা আব্বাসের জামিন নাকচ

১ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ