পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শীতের আমেজে কাপ্তাইয়ের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের এখনই সময়। দুপাশে সারি সারি পাহাড় আর ঘন জঙ্গলের মাঝখানে সবুজে ঘেরা শান্ত রাস্তা। সেই রাস্তার বাঁকে বাঁকে লুকিয়ে আছে অসীম রহস্য। ছবির মতোই সাজানো গোছানো রাস্তাটি ধরে এগিয়ে যেতে থাকলে একটু একটু করে ছড়িয়ে পড়তে থাকে মুগ্ধতা।
পাখপাখালির কলকাকলিতে মুখরিত দেশের সর্ববৃহৎ এ হ্রদকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। রয়েছে বিভিন্ন থাকা-খাওয়া, রাতযাপনসহ বিভিন্ন যোগাযোগের সুবিধা। চটগ্রাম হতে ৪৮কি.মি. দূরত্বে রাঙ্গুনিয়া পার হলেই দেখা মিলবে কাপ্তাই। চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া উপজেলা হয়ে প্রবেশ করলে সড়কের পাশে দেখতে পাবেন রাসেল এভিয়ারী পার্ক, এরপর রয়েছে কাপ্তাই চন্দ্রঘোনা এশিয়া মহাদেশের বৃহৎ পেপার মিলস (কেপিএম), রেশম বাগান, বিজিবি প্যানোরমা জুম রির্সোট, কায়াক ক্লাব, বনশ্রী পর্যটন কমপ্লেক্স, প্রশান্তি পার্ক, পানি বিদ্যুৎকেন্দ্র, চিৎমর বৌদ্ব বিহার, নৌবাহিনী পিকনিক স্পট, জীবতলী ঝুলন্ত ব্রীজ লেকশো রিসোর্ট ও রিভারভিউ আইল্যান্ড।
এছাড়া রাস্তার পাশ দিয়ে পাহাড়ের বুকচিরে বয়ে চলছে অপরুপ সৌন্দর্যের কর্ণফুলী নদী। যেতে যেতে দেখতে পাবেন রাম-শীতার পাহাড়, বন্যহাতি, বানর, হনুমাণসহ বিভিন্ন প্রজাতির জীবজন্তসহ উপজাতীয়দের পাহাড়ের ওপর মাচাং ঘর, সুউচচ পাহাড়, ঝুলন্ত মালপাড়ার কার্গোটলিসহ নানা অপরুপ সৌন্দর্য। শীলছড়ি বন বিভাগের রয়েছে ন্যাশনাল পার্ক, প্রধান সড়কের পাশেই রযেছে পাথর দিয়ে নির্মিত হাতি।
এখানে পরিবার, প্রতিষ্ঠান, সফর সঙ্গী নিয়ে আসতে চাইলে আগাম যোগাযোগ, বুকিং বিভিন্ন সুযোগ সুবিধাসহ বিস্তারিত জানতে নি¤েœ যোগাযোগ করে আসতে পারেন। ঢাকা হতে সরাসরি কাপ্তাই আসে হানিফ, এস আলম, শ্যামলী পরিবহণ, সেন্টমার্টিন, সৌদিয়া ও সৌনিয়া পরিবহনের গাড়িগুলো। ঢাকা সায়েদাবাদ, গাবতলী, ফরিকরাপুল, গাজীপুর, কমলাপুর হতে উপরোক্ত পরিবহনগুলো সরাসরি ঢাকা টু কাপ্তাই সকাল ৮টা ৩০মি. হতে এবং রাত ১০টা বাজে ঢাকা ছেড়ে সরাসরি কাপ্তাই ভোর সাড়ে ৪টা কিংবা ৫টায় পৌঁছায়। জনপ্রতি পরিবহন ভাড়া ৫শ’ ৫০টাকা করে। গাড়ি হতে নামার পরে রযেছে সৌন্দর্য আবাসিক হোটেল আল রাইয়ান। ভাড়া এসি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা। ননএসি ৮শ’ থেকে ১ হাজার টাকা। মোবাইল: ০১৮২২-৮৬৮৩৩১, ০১৮৬৮-৩৭৮০৬২।
প্যানোরমা জুম রিসোর্ট এন্ড পিকনিক স্পট : নয়নাভিরাম লোকেশন থাকা, খাওয়া পার্টি, ইঞ্জিন চালিত বোট ভিআইপি স্টাইলে থাকার ব্যবস্থা রয়েছে। এসি ২ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা। যোগাযোগ: ০১৮১১-৪৬০৪৬০।
প্রাশান্তি পার্ক : কাপ্তাই সড়কের পাশে ন্যাশনাল পার্কের আওতায় গড়ে উঠেছে এ প্রশান্তি পার্ক এখানে রয়েছে মনোরম পরিবেশ, এলাকাজুড়ে বালুচর, শিশুদের খেলাধুলা, পাশে কর্ণফুলী নদী, নৌ বিহার, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, থাকা-খাওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। নন এসি থাকার ব্যবস্থা ভাড়া ৪ হাজার টাকা। যোগাযোগ ০১৭৪৬-১৫৭৫৯৬, ০১৮১১-৩১০১১০।
লেকশো রিসোর্ট : এখানে রয়েছে ঝুলন্ত ব্রীজ, মনোরম পরিবেশ সুইমিংপুল, শিশুদের বিনোদন পার্ক, থাকার ব্যবস্থাসহ বিবিধ সুবিধা রয়েছে।এছাড়া রয়েছে বাংলাদেশ নৌ বাহিনী ও সেনা বাহিনী কর্তৃক লেক ভিউ আইল্যান্ড এ দুটি পিকনিক স্পটে গাড়ি, ও নৌ-যোগে যাতায়াত করার ব্যবস্থা। এক নজরে দেখার মত নৌ বাহিনী কর্তৃক নির্মিত পিকনিক স্পপটি বিভিন্ন সাজে সাজিয়ে এবং নিরাপত্তা বেষ্টনি দিয়ে পর্যটকদের আকর্ষণ করে সাজিয়ে রেখেছে। নৌ বাহিনীর পর্যটন স্পটের সাথে যোগাযোগ-০১৭৬৯-৭৭২১১৭৪।
লেকভিউ আইল্যান্ড : সেনাবাহিনী কর্তৃক নির্মিত কালের মধ্যে অবস্থিত, এখানে থাকা-খাওয়া ব্যবস্থা রয়েছে। নৌ বহর, পাশেই রয়েছে বিদ্যুৎ বাঁধ, স্প্রীলওয়ে এক নজরে দেখতে পারবেন কিভাবে লেকের পানি স্পিলওযের মাধ্যমে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। থাকার কক্ষ ভাড়া এসি-৪ হাজার ২৫টাকা, টিকেট-জন প্রতি ১৫০টাকা। যোগাযোগ ০১৭৬৯-৩২২১৮২, ০১৭৬৯-৩২২১৮৩।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।