পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি (২০২০) গতকাল বুধবার পবিত্র মক্কায় সম্পন্ন হয়েছে। সউদী রাজকীয় সরকার বাংলাদেশের অনুরোধে আরো দশ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধি করেছে। এ সুবাধে আগামী হজে বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯১জন হজযাত্রী সউদী যাবেন। গত বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার হজযাত্রী হজে গিয়েছিলেন। মক্কা থেকে ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস নাজমুল হক সৈকত এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বিপাক্ষিক হজ চুক্তিতে সউদীর পক্ষে স্বাক্ষর করেন সউদী হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন এবং বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। হজ চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সউদী হজ মন্ত্রণালয় , মোয়াসসাসার উর্দ্ধতন কর্মকর্তা এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, যুগ্ম সচিব এ বিএম আমিন উল্লাহ নূরী, সউদী নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, মক্কাস্থ হজ মিশনের কাউন্সেলর মো. মাকসুদুর রহমান, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস সৈকত।
হজ চুক্তিতে বাংলাদেশের ৫০% হারে হজযাত্রীর জেদ্দা এবং মদিনায় হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব করা হয়। সউদী আরবের অংশের বাংলাদেশি ১০০% হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তাব করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।