Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার তো কাঁপাকাঁপি শুরু হয়েছে

অতিরিক্ত পুলিশ প্রসঙ্গে জয়নুল আবেদীন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ১২:৩৮ এএম

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি করতে আপিল বিভাগে আসেন বিএনপি নেতা অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন। এ শুনানিকে কেন্দ্র করে উচ্চ আদালত কম্পাউন্ড জুড়ে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এ পরিস্থিতিতে শুনানির জন্য দাঁড়িয়ে জয়নুল আবেদীন আদালতের উদ্দেশে বলেন, ‘মাই লর্ড! কোর্টে এলাম মামলার শুনানি করতে। কোর্টের বাইরের যে অবস্থা, দেখে আমাদের তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে!’

এ প্রসঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আগের দিন কোর্টের বারান্দায় মিছিল হয়েছে। সামনের রাস্তা বন্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।’ অ্যাডভোকেট জয়নুল আবেদীন তখন বলেন, ‘এটা রাজনৈতিক বিষয়। মাঠে-ময়দানের বিষয় মাঠেই থাকুক।’
প্রধান বিচারপতি জয়নুল আবেদীনের কাছে জানতে চান, আপনাকে কি পুলিশ কিছু বলেছে? জবাবে জয়নুল আবেদীন বলেন, ‘না। আমি বারের সাবেক সভাপতি। আমাকে তো খাতির করে পাঠিয়ে দিলো! কিন্তু বাকি আইনজীবীদের কী হবে?’ এ কথায় প্রধান বিচারপতি আশ্বস্ত করে বলেন, ‘কিছু না করলে কিছু হবে না।’

পরে খালেদা জিয়ার জামিন চেয়ে জয়নুল আবেদীন বলেন, ‘মাই লর্ড! আমরা মামলার মেরিটে বলতে চাই না। মানবিক কারণে খালেদা জিয়ার জামিন চাই। তিনি (খালেদা জিয়া) বয়স্ক একজন নারী। অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। মানবিক কারণে তার জামিন চাই।’ পরে আদালত খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের রিপোর্ট চেয়ে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন শুনানি মুলতবি করেন।

গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশের প্রতিটি পথে, কোর্ট প্রাঙ্গণ, আশপাশ এবং আদালত ভবনের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আমরা ন্যায়বিচার আশা করি। এটা সর্বোচ্চ আদালত। আশা করি, আল্লাহর রহমতে শুনানি শেষে খালেদা জিয়া জামিন পাবেন। খালেদা জিয়া এতই অসুস্থ যে, তার অ্যাডভান্স চিকিৎসা দরকার। মানবিক কারণে তিনি জামিন পাবেনÑ এ গ্রাউন্ডে আমরা তার জামিনের প্রার্থনা করেছি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাঁপাকাঁপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ