পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশে আল্লাহ ও রাসূলের নির্দেশিত শাসন ব্যবস্থা নেই বলেই চারিদিকে অশান্তি বিরাজ করছে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি কক্সবাজারে নেজামে ইসলাম পার্টির কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি। মাওলানা হাফেজ সালামত উল্লাহর সভাপতিত্বে কক্সবাজার সাগর পাড়ের একটি তারকা হোটেলে সকাল ১০ টায় শুরু হওয়া কাউন্সিলে উপস্থিত ছিলেন, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা সরওয়ার কামাল আজিজি বলেন, আল্লাহ ও রাসূলের নির্দেশিত পথে কুরআন-সুন্নাহর শাসনব্যবস্থা নাই বলেই সমাজে আজ চারিদিকে অশান্তি বিরাজ করছে। মাদরাসার মত পবিত্র জায়গায় হিন্দু প্রিন্সিপ্যাল নিয়োগ কিছুতেই মেনে নেয়া যায় না। কাউন্সিলে বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির সহকারি মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, আজ দেশে যে অবস্থা বিরাজ করছে তাতে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। তাই ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন নেজামে ইসলাম পার্টিকে সংগঠিত হতে হবে। দেশের এই দুর্দিনে নেজামে ইসলাম পার্টিকে যোগ্যতার সাথে ভূমিকা রাখতে হবে। তিনি দেশের আলেম ওলামাসহ সর্বস্তরের জনগনকে নেজামে ইসলামের পতাকা তলে সংঘটিত হওয়ার আহবান জানান। কাউন্সিলে হাফেজ মাওলানা সালামত উল্লাহ পুনরায় সভাপতি ও মাওলানা ইয়াসিন হাবিব পুনরায় সম্পাদক নির্বাচিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।