Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাক ব্যাংকের কার্ডে আকাশ ডিটিইচের প্রথম মাসের সাবস্ক্রিপশন ফ্রি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ৪:৫৮ পিএম

ব্রাক ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডে আকাশ ডিটিএইচের নতুন সংযোগ কিনলে প্রথম মাসের সাবস্ক্রিপশন ফ্রি পাবেন গ্রাহকরা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এক অফারের আওতায় তারা এ সুযোগ পাবেন। গুলশানে ব্রাক ব্যাংকের হেড অফিসে সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বেক্সিমকো কমিউনিকেশন্স’র হেড অব বিজনেস অ্যান্ড সাপ্লাই চেইন জিয়া হাসান খান এবং ব্রাক ব্যাংকের হেড অব অলটারনেটিভ ব্যাংকিং চ্যানেলের নাজমুর রহিম নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

চুক্তিটির আওতায় ব্রাক ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আকাশ ডিটিএইচ সংযোগ কিনলে আকর্ষণীয় প্যাকেজসহ এক মাসের ফ্রি সাবস্ক্রিপশন ফি উপভোগ করতে পারবেন। রেগুলার চ্যানেল, অনলাইন অথবা ইএমআই’র মাধ্যমে কিনলেও এ অফার উপভোগ করা যাবে।

এ সময় বেক্সিমকো কমিউনিকেশন্স’র হেড অব মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস্ মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, বিজনেস প্লানিং অ্যান্ড সাপ্লাই চেইনের মোহাম্মাদ মোশারেফ হোসেন, পেমেন্ট অপারেসন্স’র ম্যানেজার মাহবুব উর রশিদ খান, পেমেন্ট রিকনসিলিয়েশন’র ডেপুটি ম্যানেজার আবু সাঈদ এবং ব্রাক ব্যাংকের হেড অব ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই-কমার্স’র সিরাজ সিদ্দিকী শাকিল, হেড অব প্রোডাক্টস ডিপোজিট অ্যান্ড এনএফবি’র সারাহ আনাম, ই-কমার্সের সিনিয়র ম্যানেজার সুলতান মাহমুদ সরকার এবং স্পেশালিস্ট ইমতিয়াজ খান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ