পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : চিকিৎসক-নার্সদের নিবিড় পরিচর্যায় সুস্থ হয়ে উঠছে ‘অপূর্ণাঙ্গ জোড়া’ শিশু মোহাম্মদ আলী। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা: মো: রুহুল আমিন শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করেন।
শিশুটির শ্বাস-প্রশ্বাসসহ অন্যান্য স্বাস্থ্যগত অবস্থা স্বাভাবিক রয়েছে জানিয়ে ডা: রুহুল আমিন জানান, চিকিৎসক-নার্সদের নিবিড় পরিচর্যায় ভালো আছে সাড়ে তিন মাস বয়সী শিশু মোহাম্মদ আলী। তাদের প্রত্যাশা অনুযায়ী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে শিশুটি। কেবিন ব্লকের ৮ তলায় হাই ডিপেনডেন্সি অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিট-২ এ চিকিৎসাধীন মোহাম্মদ আলীকে ট্রায়াল ব্রেস্ট ফিডিং (অল্প অল্প মায়ের বুকের দুধ পান) করানো হচ্ছে বলে জানান তিনি।
গত ২০ জুন বিএসএমএমইউর কেবিন ব্লকের অত্যাধুনিক অপারেশন থিয়েটারে ডা: রুহুল আমিনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি টিমের সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আলীর সফল অস্ত্রোপচার হয়।
সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, পোস্ট অপারেটিভ রুমে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দর্শনার্থীদের সংস্পর্শে রোগীরা সংক্রমণের শিকার হতে পারে এ আশঙ্কায় পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসক, নার্স ছাড়া যাতে কোনো ভিজিটর প্রবেশ না করতে পারে সে জন্য সংশ্লিষ্ট সকলকেই সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।