Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ব্যাংকে অস্থিরতার কোনো চান্স নেই -অর্থমন্ত্রী

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকে অস্থিরতার কোনো চান্স নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল (বুধবার) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিচ্ছে। সে কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশে কিছুটা বিলম্ব করা হচ্ছে। তবে ঈদের পর এটা প্রকাশ করা হবে। তিনি বলেন, যাদের বিরুদ্ধে
অভিযোগ আছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দুদক মামলা করবে। সেই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগ হয়ে থাকলে সেটা বাতিল করা হবে, আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব স্টাফ হলে তাকে সাসপেন্ড করা হবে।
রিজার্ভ চুরির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে বাংলাদেশ ব্যাংকে কোন অস্থিরতার সৃষ্টির সম্ভাবনা আছে কি না এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, বাংলাদেশ ব্যাংকে অস্থিরতার কোন চান্স নেই। কারণ বাংলাদেশ ব্যাংক পরিচালিত হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ২শ’ কর্মকর্তার দ্বারা। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এদের সবাইকে চলে যেতে হবে। কারো চুক্তির মেয়াদ নবায়ন করা হবে না। তারা সকলেই বহিরাগত পরামর্শক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ব্যাংকে অস্থিরতার কোনো চান্স নেই -অর্থমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ