Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাভাবিক রাজনীতি ফিরিয়ে আনতে সাংবাদিকগণ উদ্যোগী ভূমিকা পালন করতে পারেন -পীর সাহেব চরমোনাই

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, দেশে এখন স্বাভাবিক রীতি নেই। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর স্বাভাবিক রাজনীতির পথ হারিয়ে এখন বিপজ্জনক মোড় নিয়েছে। রাষ্ট্রের সর্বত্র যে অস্থিরতা চলছে তা এই বিপদগামী রাজনীতিরই প্রতিক্রিয়া।
পীর সাহেব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশে স্বাভাবিক রাজনীতি ফিরিয়ে আনতে সাংবাদিকগণ উদ্যোগী ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতিগুলো সাংবাদিকরাই সবার আগে উপলব্ধি করেন। সাংবাদিকরা সত্যলুকালে জনগণ পথ হারিয়ে দিকভ্রান্ত হয়। প্রস্তাবিত শিক্ষা আইন এবং চলমান সিলেবাস প্রসঙ্গে পীর সাহেব বলেন, জাতীয় শিক্ষা ব্যবস্থাকে কারা ধ্বংস করতে চায় এবং শিক্ষা ব্যবস্থা থেকে কারা আমাদের ধর্ম ও সংস্কৃতিকে বিদায় দিতে চায় সাংবাদিক বন্ধুদেরকে তা খুঁজে বের করে জনগণের সামনে তুলে ধরা উচিত।
গতকাল বুধবার বিকালে রাজধানীর কাকরাইলস্থ রাজমনি ঈসা খাঁ’র ব্যাংকুয়েট হলে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় একথা বলেন। যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা ও শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। বিভিন্ন মিডিয়ার সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন নয়াদিগন্ত সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিন, দ্য রিপোর্ট সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুসহ অন্যান্য সাংবাদিকরা ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম, প্রকৌশলী আশরাফুল আলম, কে.এম. আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী।
পীর সাহেব বলেন, চলমান বিচার বহির্ভূত হত্যাকা- সমর্থন করা যায় না। তিনি বলেন, আমরা বিচার বহির্ভূত হত্যাকা-ের প্রতিবাদ করে আসছি আগে থেকেই। অবিলম্বে এ ধরনের ক্রসফায়ার বন্ধ করা উচিত। তিনি বলেন, গত কয়েক দিনের গণগ্রেপ্তার ও ‘ক্রসফায়ার’ নিয়ে সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বাড়ছেই। পীর সাহেব বলেন, ইসলামী আন্দোলন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে এবং করবে কারণ, ইসলাম প্রতিষ্ঠা ছাড়া মানবতার কাক্সিক্ষত মুক্তি সম্ভব নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাভাবিক রাজনীতি ফিরিয়ে আনতে সাংবাদিকগণ উদ্যোগী ভূমিকা পালন করতে পারেন -পীর সাহেব চরমোনাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ