Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারপতি-কূটনীতিক সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিচারপতি, কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার গণভবনে প্রধানমন্ত্রী এ ইফতারের আয়োজন করেন। ইফতারের বেশ আগেই গণভবন প্রাঙ্গণের অনুষ্ঠান স্থলে আসেন শেখ হাসিনা
তিনি ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর দেশ-জাতি, জনগণ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোনাজাতে অংশ নেন।
ইফতারে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক ও তিন বাহিনীর প্রধানগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচারপতি-কূটনীতিক সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ