Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজারে আসলো হুয়াওয়ে ওয়াই নাইন এস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ৬:১৪ পিএম

মোবাইল ফটোগ্রাফি, স্টোরেজ, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় ডিজাইনের সুবিধা নিয়েই এবার হুয়াওয়ে নিয়ে এলো ওয়াই নাইন এস। ৬.৫৯ ইঞ্চির বিশাল ফুলভিউ এইচডি ডিসপ্লের ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৮৪.৭৩ শতাংশ। চার্জ নিয়ে দুশ্চিন্তা দূর করার জন্য মধ্যম বাজেটের ফোনটিতে রাখা হয়েছে শক্তিশালী ব্যাটারি। বলা হচ্ছে, এতে ৪৮ মেগাপিক্সেলের একটি প্রধান ক্যামেরা এবং ৮ ও ২ মেগাপিক্সলের দু’টি ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এছাড়াও অটো পপআপ, নচলেস সুবিধাসহ এতে থাকতে পারে ১৬ মেগাপিক্সলের ফ্রন্ট সেলফি ক্যামেরা।

নির্বিঘেœ একসাথে বহুমুখী কাজ করা এবং নিজের প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ করার জন্য এতে থাকতে পারে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি বড় রমের সুবিধা। চলতি মাসের শেষের দিকে নান্দনিক ডিজাইনের ফোনটি সারাদেশে পাওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুয়াওয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ