পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে বিপদে ফেললেও পাকিস্তান বিমূখ করেনি। গতকাল সিল্কওয়ের ওই উড়োজাহাজে করে পাকিস্তান থেকে ঢাকায় এসে পৌঁছেছে পেঁয়াজের প্রথম চালান।
আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের এই চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। এর মাধ্যমে বাংলাদেশ সরকারের বিদেশ থেকে বিমানে করে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বাংলাদেশে এই পেঁয়াজে চালান এসেছে আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে। পেঁয়াজবাহী উড়োজাহাজটি সন্ধ্যায় ঢাকায় পৌঁছার পর চালানটি খালাসের প্রক্রিয়া শুরু হয়। ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন গতকাল জানান, সিল্কওয়ে উড়োজাহাজের ‘সেভেনএল ৩০৮৬’ ফ্লাইটে পেঁয়াজের প্রথম চালানটি ঢাকায় এসেছে। এখন দ্রুত শুল্কায়নের প্রক্রিয়া চলছে।
শাহজালাল বিমানবন্দরে দায়িত্বরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক রতন কুমার সরকার সাংবাদকিদের বলেন, পেঁয়াজের চালানটিকে যাতে সংঘ নিরোধ ছাড়পত্র দ্রুত দেওয়া হয় সে জন্য তিন সদস্যের একটি দল কাজ করছে। চালানটি পরিদর্শন করে সংঘনিরোধ ছাড়পত্র দেওয়া হবে।
এ পর্যন্ত আকাশপথে চারটি উড়োজাহাজে পেঁয়াজের চালান আনার সময়সূচি ঠিক হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও চট্টগ্রামের এস আলম গ্রুপের প্রথম চালান আসার কথা রাত এগারটায়। সাউদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে প্রথম ওই চালান এসে পৌঁছাবে। আজ বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসবে। আগামী শুক্রবার তৃতীয় পেঁয়াজের চালান আসবে সউদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে।
আকাশপথে পেঁয়াজের চালান আনার জন্য উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র থেকে এ পর্যন্ত দুই হাজার সাত টন পেঁয়াজ আমদানির অনুমতি নেওয়া হয়েছে। শাদ এন্টাপ্রাইজ ছাড়াও এস আলম গ্রুপ অনুমতি নিয়েছে এক হাজার ৯২৫ টনের।
উল্লেখ, ভারত হঠাৎ বাংলাদেশে পেঁয়াজ রফতানি করা বন্ধ করে দেয়ায় পেঁয়াজের সংকটে পড়ে বাংলাদেশ। ৩০ টাকা দরের পেঁয়াজ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। এ সময় মায়ানমার, তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানির করা হয়। কিন্তু তাতে ভোক্তা চাহিদা না মেটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্গো বিমানে করে পেঁয়াজ আমদানির ঘোষণা দেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের পেঁয়াজ সংকটের দূর্দিনে পাকিস্তান পাশে এসে দাঁড়ায়। সে দেশের সরকার বাংলাদেশে পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নেয়। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।