Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্ত্রীর মর্যাদায় ঢাকার দুই মেয়র

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের মেয়রকে উপমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। তবে অন্য সিটি করপোরেশনের মেয়রদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে আছেন আনিসুল হক ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আছেন সাঈদ খোকন। নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের মেয়র হিসেবে আছেন সেলিনা হায়াৎ আইভী। এই তিনজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
 সূত্র মতে, আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের  মেয়র মন্ত্রী এবং অন্য সিটি করপোরেশনের মেয়ররা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেও ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেয়ার পর মেয়রদের কোনো পদমর্যাদা দেয়া হয়নি।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও বেশিরভাগ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হলে তাদের পদমর্যাদা দেয়ার বিষয়টি স্তিমিত হয়ে পড়ে। তার আগে তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, খুলনা, রাজশাহী, বরিশালে ও সিলেট সিটি করপোরেশনের মেয়ররা প্রতিমন্ত্রীর পদমর্যাদাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও রংপুরের মেয়রদের সংসদ সদস্যদের ওপরের মর্যাদা দেয়ার অনুরোধ জানিয়ে ২০১৩ সালের ৮ নভেম্বর তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে চিঠি দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু বিভিন্ন সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হারার পর মন্ত্রিপরিষদ বিভাগ এক চিঠিতে জানায়, সিটি করপোরেশনের মেয়রদের মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধার সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রীর পদমর্যাদার কোনো সম্পর্ক আছে বলে প্রতীয়মান হয় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্ত্রীর মর্যাদায় ঢাকার দুই মেয়র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ