পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আর্থিক সন্ত্রাসী ও জঙ্গিদের প্রতি টলারেন্স না দেখানোর আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন জোটের শরিক জাসদ একাংশের নেতা মইন উদ্দিন খান বাদল।
গতকাল মঙ্গলবার অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
মইন উদ্দিন খান বাদল বলেন, দেশের ৪৭ ভাগ সম্পদের মালিক এখন মাত্র ১০ শতাংশ মানুষ। বাকি সম্পদের মালিক বেশিরভাগ মানুষ। এই বৈষম্য দুই কারণে বাড়ছে দাবি করে তিনি বলেন, বর্তমানের উন্নয়ন মডেল অনুযায়ী দেশে অর্থবহ কর্মসংস্থান করা সম্ভব হচ্ছে না।
ব্যাংক কেলেঙ্কারিসহ আর্থিক খাতের বিশৃঙ্খলা তুলে ধরে তিনি বলেন, চোরদের বিচার আমরা করতে পারছি না। রিজার্ভ চুরি নিয়ে মামলা করা হলেও আমরা এগুতে পারছি না।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা নিয়ে সমালোচনা করে জাসদের একাংশের এই নেতা বলেন, দুদকের কাজ হচ্ছে দায়মুক্তি দেয়া। ২০১৫ সালেও ৪২১ জনকে দায়মুক্তি দিয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর এখন একটু নড়েচড়ে বসেছে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।