Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ এখন শুধু উন্নয়নেরই নয়, দুর্যোগ ব্যবস্থাপনাতেও বিশ্বে রোল মডেল: পূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ৮:৫২ পিএম

‘বাংলাদেশ এখন শুধু উন্নয়নেরই নয়, দুর্যোগ ব্যবস্থাপনাতেও বিশ্বে রোল মডেল। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও রোল মডেল হিসেবে সম্মান পেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এটা সম্ভব হয়েছে। অন্যান্য সরকারের সময় প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষের প্রাণহানি ঘটত এখন সেটা হচ্ছে না। যা ক্ষয়ক্ষতি হচ্ছে তাও সরকারের পক্ষ থেকে পূরণ করার ব্যবস্থা করা হচ্ছে।’- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেছেন।

মঙ্গলবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক অনুদান বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড এসবে ক্ষয়ক্ষতি যাতে হ্রাস পায় তার জন্য ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং সবাই মনে করে এটাও (দুর্যোগ ব্যবস্থাপনা) বাংলাদেশের কাছ থেকে শেখার রয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি সংবাদ পেয়ে ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকা ছুটে যান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনের খোঁজ-খবর নেন এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলার দীর্ঘা, দেউলবাড়ী ও কলারদোয়ানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সাধ্যমতো তাদের ক্ষতিপূরণের আশ্বাস দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান খান তালুকদার, যুগ্ম সম্পাদক আকতরিুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আতিয়ার রহমান চৌধুরী নান্নু, কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাত ডালিম প্রমুখ।



 

Show all comments
  • Nadim ahmed ১২ নভেম্বর, ২০১৯, ৯:১৯ পিএম says : 0
    Yes, I agree, but dear minister, you have forgotten to mention that Bangladesh has become a role model for killing people in street accident as well.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পূর্তমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ