পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
এফবিসিসিআইয়ের ২০১৯-২০২১ মেয়াদকালের ২য় নিয়মিত বোর্ড সভা শনিবার (৯ নভেম্বর) এফবিসিসিআই সম্মেলনকক্ষ অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, সহ-সভাপতি মো. রেজাউল করিম রেজনু, মো. সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন, নিজামুদ্দিন রাজেশ এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পবিত্র ঈদ- ই- মিলাদুন্নবী উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ্ তায়ালার মোনাজাত প্রার্থনা করেন ব্যবসায়ি নেতৃবৃন্দ। এছাড়াও তারা দেশ ও দশের জনগণের কল্যাণ ও শান্তি কামনা করেন। সভায় এফবিসিসিআইয়ের বিভিন্ন সদস্য সংস্থার প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।