পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বেনাপোল অফিস : বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে সোমবার দুপুরে ২১ বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ভারতীয় চাপাতা, চকলেট, বিভিন্ন প্রকার কসমেটিক আটক করেছে।
২১ বিজিবি দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আজমত খান বলেন, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানিরা ভারত থেকে বিপুল পরিমাণ মালামাল এনে যশোরে যাবার উদ্দেশে তেরঘর নামক স্থানে অপেক্ষা করছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৬ বস্তা চাপাতা, ৫ বস্তা কসমেটিক ও চকলেট ৪ বস্তা আটক করা হয়েছে। যার মূল্য ২০ লক্ষ টাকা। আটককৃত মালামাল বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।