Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

২০২০ সালের হজ ব্যবস্থাপনা হবে সর্বোত্তম: ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ৪:২৯ পিএম

‘‘আল্লাহ’র মেহমান হাজি সাহেবদের সেবায় নিয়োজিত হওয়া ইবাদতের অংশ। তাদের সেবায় সর্বোচ্চ আন্তরিকতাসহকারে কার্যক্রম পরিচালনা করতে হবে। হজ ব্যবস্থাপনার নতুন নিয়ম বা আইন করার আগে সর্বাধিক হজযাত্রী প্রেরণকারী দেশগুলোর সাথে সৌদি সরকার আলোচনা করলে হজযাত্রীরা আরও বেশি উপকৃত হবেন।’- ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ এসব কথা বলেছেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুযায়ী ২০২০ সালের হজ ব্যবস্থাপনা হবে সর্বোত্তম। এ জন্য সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী দেশগুলোর সাথে বাংলাদেশের মতবিনিময় অব্যাহত থাকবে।

সোমবার (৪ নভেম্বর) লন্ডনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ওয়ার্ল্ড হজ অ্যান্ড ওমরাহ কনভেনশনের দ্বিতীয় দিনে বৃটিশ পার্লামেন্টের হাউজ অফ লর্ডসের স্ট্যান্ডিং কমিটির সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত হাউজ অফ লর্ডসের সদস্য মন্জিলা ব্যারোনেস উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। এর আগে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বৃটিশ পার্লামেন্টে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান মন্জিলা উদ্দিন।

ওয়ার্ড হজ ও ওমরাহ কনভেনশনে জেদ্দায় নিযুক্ত যুক্তরাজ্যের কনসাল জেনারেল, সৌদি আরব, সুদান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নাইজেরিয়াসহ অন্তত ২৫টি দেশের হেড অব ডেলিগেশন ও তাদের সফরসঙ্গী, হজ এজেন্সিজ, বিভিন্ন মোবাইল কোম্পানির প্রতিনিধিরা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হজ ও ওমরাহ যাত্রীদের পরিবহন, আবাসন, ক্যাটারিং সার্ভিস ও মিনা-আরাফা, মোজদালিফায় হাজিদের নানা সমস্যা এবং তা সমাধানের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশি হজ ও ওমরাহ যাত্রীদের মোবাইল সিম ব্যবহারে যুক্তরাজ্যের একটি মোবাইল কোম্পানির অনুরোধে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহ’র মেহমান, সেবার পরিবর্তে তাদেরকে নিয়ে ব্যবসার চিন্তা করা অনৈতিক।

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা ২০১৯ সালে বাংলাদেশের অর্ধেকের বেশি হজযাত্রীর ইমিগ্রেশন সৌদি আরবের পরিবর্তে ঢাকায় সম্পন্ন করা এবং তাদের লাগেজ পরিবহন ব্যবস্থা উন্নত করে হজ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সফলতা অর্জন করায় বাংলাদেশ হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন।



 

Show all comments
  • Leif ৬ মে, ২০২২, ১১:৩৭ পিএম says : 0
    I was extremely pleased to find this site. I need to to thank you for your time for this particularly wonderful read!! I definitely liked every bit of it and I have you book-marked to look att nnew information on your site. Essay writing web page Essay writing
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ম প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ