পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৪ নভেম্বর) নিউইয়র্ক সময় রাত ২ টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় দুপুর ১ টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তিনি একাধারে একজন মুক্তিযোদ্ধা, ক্রীড়াব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ছিলেন। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে নেটিজেনরা।
সাদেক হোসেন খোকার মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার ফেইসবুক পেইজে লিখেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। আমার বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ৪ই নভেম্বর ২০১৯ এ নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় দুপুর ১:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। পরিবারবর্গের পক্ষ থেকে পরবর্তী তথ্য জানানো হবে।’
‘বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার সাবেক নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, ইন্নালিল্লাহে...... রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো আজ।’ - শোক প্রকাশ করে লিখেন রেজাউল করিম।
সাদেক হোসেন খোকার ছবি শেয়ার করে শাহিন লিখেন, ‘খোকা ভাই ভালো থাকবেন ওপারে। আমাদের ক্ষমা করবেন, দেশের মাটিতে শেষ বিদায় দিতে পারলাম না।’
‘ইন্নালিল্লাহে ইন্নাইলাইহে রাজেউন আল্লাহ তায়লা উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একজন বটবৃক্ষ অভিভাবক হারালাম।’ - লিখেছেন মুকুল খান।
এমডি মারজান বিন জাহাঙ্গির লিখেন, ‘বাংলাদেশের সম্পদ চলে গেল। এদেশের মানুষ আজীবন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সাহেবকে মনে রাখবে। দোয়া করি মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসে কবুল করুন আমীন।’
‘ভালো থাকবেন গেরিলা থেকে জননেতা বীর মুক্তিযোদ্ধা প্রিয় সাদেক হোসেন খোকা ভাই। নিষিদ্ধ ঢাকার রাজপথে আর হবে না মিছিল আর স্লোগান। এক বুক কষ্ট নিয়ে চলে গেলেন। যে দেশের জন্য যুদ্ধ করেছেন সেই দেশ কিছুই দিলো না। মৃত্যুর সন্ধিক্ষণে দেশে ফেরার শেষ ইচ্ছেটুকু আর পূরণ হলো না। আমরা দুঃখিত।’ - লিখেছেন আরিফুল ইসলাম রাফসি।
আরশিয়া নুর সিনথিয়া লিখেন, ‘জাতি হারালো তার শ্রেষ্ঠ সন্তানকে, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।