Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউসেপ শিক্ষার্থীদের জন্য রবি’র ‘ইন্টারনেট ফর ইউ’ সেশন

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ ডিজিটাল জীবনধারায় ইন্টারনেটের ভূমিকা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউসেপ’র শিক্ষার্থীদের জন্য সম্প্রতি “ইন্টারনেট ফর ইউ” সেশনের আয়োজন করে মোবাইল অপারেটর রবি। অপারেটরটির কর্পোরেট দায়বদ্ধতার আওতায় আয়োজিত এই সেশনটিতে অংশগ্রহণ করেছেন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। জীবনমান উন্নয়নে ইন্টারনেটের কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা দেয়ার লক্ষ্যে এ আয়োজন। ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে আজকাল সবাই ডিজিটাল জীবনধারা রপ্ত করতে ইন্টারনেট ব্যবহার করছেন। কিন্তু অনেকেই বিশেষ করে তরুণরা ইন্টারনেটের সঠিক ও কার্যকর ব্যবহার সম্পর্কে সচেতন না হওয়ায় এই পরিবর্তনের সুফল কাজে লাগাতে পারছেন না। তরুণদের ইন্টারনেট ব্যবহার নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাই দায়িত্বশীল অপারেটর হিসেবে কার্পোরেট দায়বদ্ধতার আওতায় ‘ইন্টারনেট ফর ইউ’ নামে একটি কার্যক্রম হাতে নিয়েছে রবি। যাতে তরুণরা প্রযুক্তিভিত্তিক নেটওয়ার্কিং, লার্নিং ও আত্ম-উন্নয়নের মাধ্যমে নিজেকে আরো সমৃদ্ধ করতে পারেন। এর আগে বরিশালের অমৃত লাল দে কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়লসহ রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট ও বরিশালের বিভাগীয় গণগ্রন্থাগারগুলোতে স্থাপিত রবি’র ইন্টারনেট কর্নারগুলোতে এ সেশনের আয়োজন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউসেপ শিক্ষার্থীদের জন্য রবি’র ‘ইন্টারনেট ফর ইউ’ সেশন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ