পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার ঃ রাজধানীতে ধর্মঘট পালন করছেন সব গোশত ব্যবসায়ী। একমাত্র স্থায়ী পশুরহাট গাবতলীতে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে গতকাল থেকে এ ধর্মঘট শুরু করেছে। ব্যবসায়ীদের অভিযোগ, গাবতলীতে ইজারাদারের দুর্ব্যবহার ও অতিরিক্ত খাজনা আদায়ের কারণে সাধারণ গোশত ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিষয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ কারণে রোববার ঢাকায় গোশত বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী গোশত ব্যবসায়ীদের কাছ থেকে গাবতলীতে প্রতিটি গরুর খাজনা ৫০ টাকা ও মহিষের খাজনা ৭০ টাকা নেয়ার কথা। কিন্তু ইজারাদার ইচ্ছামত ৫০০ টাকা পর্যন্ত জোরপূর্বক খাজনা আদায় করছে। নিরীহ ব্যবসায়ীদের পেলে আরও বেশি টাকা আদায় করা হয়। এর আগে ১৮ জুন পুরান ঢাকার হাজারীবাগ জবাইখানায় বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন গোশত ব্যবসায়ী সমিতির এক যৌথ সভায় ধর্মঘটের ঘোষণা দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।