পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ফরিদপুর জেলা সংবাদদাতা : আবার হায় হায় কোম্পানির প্রতারণা। লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লি. নামক হায় হায় কোম্পানি মার্কেটিংয়ের নাম করে লক্ষ লক্ষ বেকার যুবকদের চাকরির কথা বলে মাথাপিছু ৫০/৬০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের জুবায়ের এর মাধ্যমে অসংখ্য বেকার যুবক চাকরির আশায় এভাবে টাকা দিয়েও চাকরি পায়নি বলে জানা গেছে। সুমন নামের এক যুবক অভিযোগ করে জানায় তার নিকট থেকে জুবায়ের উক্ত কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে গাজীপুরের অফিসে নিয়ে যায়। গাজীপুর গিয়ে ফোন করে সুমনের প্রতিবন্ধী পিতা আবুল বাশার এর নিকট থেকে বিকাশের মাধ্যমে দ্রæত ৩০,০০০/- টাকা নেয়। এ টাকা নিয়ে প্রশিক্ষণের নামে একখানা পাশ বইও দেয় তাকে। ১৫ দিন অপেক্ষার পর চাকরি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার টাকা ফেরত চাইলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সুমন প্রাণ ভয়ে বাড়িতে ফিরে এসে এধরনের প্রতারিত অনেকের খবর জানতে পারে। সকলে মিলে এখন এ ধরনের প্রতারক হায় হায় কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছেন। উক্ত কোম্পানির রেজি. নং-সি-৮২৮৮৬/১০ নিবন্ধনকৃত এবং ঠিকানা বাড়ি ৫৫ রোড ১৩ সেক্টর ১০ উত্তরা মডেল টাউন ঢাকা-১২৩০ উল্লেখ করা হয়েছে। তাদের অভিযোগ ও পরামর্শের জন্য দেওয়া মোবাইল-০১৬৭৫-১৭১৪৮৪ এ একাধিকবার ফোন করলেও কখনও এ ফোন রিসিভ করা হয় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।