Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল জেনেভায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম


আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৩৭তম গভর্নিং বডির সভায় যোগ দিতে গতকাল শুক্রবার দিবাগত রাতে জেনেভা গেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গতকাল শুক্রবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গভর্নিং বডির সদস্য হিসেবে আগামী ৫ নভেম্বর আইএলও’র বিশ্বব্যাপী শোভন কর্মপরিবেশ কর্মসূচি বাস্তবায়নে মধ্যমেয়াদি প্রতিবেদন উপস্থাপন সেশনে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন শ্রম প্রতিমন্ত্রী। ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। গভর্নিং বডির সভায় সুইজ্যারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় স্থায়ী মিশনের প্রতিনিধি এম শামীম আহসান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমসহ পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ