Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যারা ভাল মানুষ তারা নেতৃত্বে আসতে পারে -গাজীপুরে সড়কমন্ত্রী

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ৯:৩৮ পিএম | আপডেট : ৯:৪৯ পিএম, ১ নভেম্বর, ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ভাল মানুষ, শিক্ষিত মানুষ, তারা দলের নেতৃত্বে আসতে পারে।

তিনি বলেন, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চিহ্নিত ভূমিদস্যু, যাদের রাজনীতি জনগণের কাছে খারাপ-এই ধরনের অনুপ্রবেশকারীদের তালিকা প্রধানমন্ত্রী নিজের তত্ত্বাবধানে তৈরি করেছেন।

তালিকাটি প্রধানমন্ত্রী দলীয় কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। সেই তালিকা বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, যাতে সারা দেশে এখন যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে নতুন একটি নেতৃত্ব আসে। যাতে অনুপ্রবেশকারী বা বিতর্কিত বা অপকর্মকারীরা কোন পর্যায়ের নেতৃত্বে আসতে না পারে।

সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই তালিকায় দেড় হাজারের মত অনুপ্রবেশকারীর নাম রয়েছে।

শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনে এসে দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই আমাদের লক্ষ্য। সড়ক পরিবহন আইনটাও সে জন্যই করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহার, সড়ক ও জনপথের বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান প্রমুখ।

 



 

Show all comments
  • Tareq Sabur ১ নভেম্বর, ২০১৯, ১১:২৮ পিএম says : 0
    Oh yes, good and literate people may brought to the leadership! Yes Obaidul Qader, if you guys need a special microscope to find such good and literate people in Awami LEAGUES, I will try to provide one.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ